What is Proximity Sensor?
Automation সিস্টেমের স্নায়ুকেন্দ হচ্ছে Sensor। চক্ষু,কর্ণ,জিহ্বা,ত্বক ইত্যাদির সাহায্যে মানুষের যেমন বিভিন্ন অনুভূতি গ্রহন করে তেমনি Controlling System এর মূল Input Device হচ্ছে Sensor. Automated Controlling System-গুলোতে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন Sensor। সকল Sensor তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে তথ্য নিয়ে তা বিশ্লেষণের মাধ্যমে যথাযথ আউটপুট প্রদান করে।
Industry-তে বিভিন ধরনের Sensor ব্যবহার করা হয়। এখানে আমি শুধু Industrial Automation এর জন্য বহূল ব্যবহৃত কিছু সেন্সর সম্পর্কে প্রাথমিক দিতে চেষ্টা করবো।
Proximity Sensor: Proximity Sensor মূলত ব্যবহার করা হয় কোন বস্তুর উপস্থিতি বোঝাতে বা কতটা কাছে তা বোঝাতে। সাধারনভাবে এই ধরনের সেন্সর একটি তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরী করে বা তড়িৎচুম্বকীয় বিকিরণ নিঃসরণ করে এবং তার পরিবর্তন থেকে বস্তু কতটা কাছে,দূরে বা এর প্রকৃতি কি তা নির্ধারণ করে।
বিভিন্ন ধরনের Proximity Sensor বিভিন্ন ধরণের বস্তুর প্রকৃতি নির্ণয় করতে ব্যবহার করা হয়, যেমন: Capacitive Proximity Sensor ব্যবহার করা হয় প্লাস্টিক,কাঠ বা নানা অপরিবাহী/পরিবাহী বস্তু সনাক্ত করতে এবং Metal Object সনাক্ত করতে Inductive Proximity Sensor ব্যবহার করা হয়। Detection-এর উপর ভিত্তি করে Proximity Sensor-এর কয়েকটা প্রকার অালোচনা করা হলো। পরবর্তীতে অারো বিস্তারিত অালোচনা করা হবে। জানতে হলে পাশে থাকুন।
Facebook Page:
https://www.facebook.com/MicroTronicsLab
Leave a Reply